শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

রানার বাজারে আনল ৩টি নতুন মডেলের মোটরসাইকেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

দেশের বাজারে তিনটি নতুন মডেলের মোটরসাইকেল এনেছে রানার অটোমোবাইলস লিমিটেড। মডেল ৩টি হলো নাইট রাইডার ১৫০ ভি২, বুলেট ১০০ ভি২ ও অ্যান্ড স্কুটি ১১০।

শনিবার (২০ জুন) রানার গ্রুপের এ জি এম (মিডিয়া এন্ড পি আর) ওয়াহিদ মুরাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রানার গ্রুপের বিপণন বিভাগের পরিচালক আমিদ সাকিফ খান তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ সেশনের মাধ্যমে গত ১৫ জুন ২০২০-এ তিনটি নতুন মডেল উন্মোচন করেছেন।

তিনি জানান, বুলেট ১০০ ভি২ হল পূর্বের বুলেট মোটরসাইকেলের উন্নত সংস্করণ, যেটিতে আছে আকর্ষণীয় নতুন লুক ও সংযোজন করা হয়েছে স্পোর্টস লুকিং শ্রাউড। স্টাইলিশ নতুন এক লুকে এসেছে নাইট রাইডার ভি২।

এতে আছে নতুন রেস টিউনিং যুক্ত ইঞ্জিন, ডুয়াল ডিস্ক যা উন্নত ব্রেকিং সিস্টেম নিশ্চিত করে। স্কুটি ১১০ রানারের প্রোডাক্ট প্রোফাইলে নতুন এক সংযোজন।এতে রয়েছে ১১০ সিসি ইঞ্জিন, সম্পূর্ণ স্বয়ংক্রিয় গিয়ারবক্স এবং ফ্রন্ট ডিস্ক ব্রেক। স্কুটি ১১০ একটি ইউনিসেক্স স্কুটার অর্থাৎ এটি ছেলে এবং মেয়ে উভয়ই খুব সহজে চালাতে পারবেন। তাই এই প্রোডাক্টগুলো কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় দেশের মানুষের ব্যক্তিগত যানবাহনের চাহিদা পূরণে অনেক বড় ভূমিকা রাখবে বলে রানার দাবি করে।

এই ৩টি মডেলের প্রি-বুকিং এ রানার বেশ ভালো সাড়া পেয়েছে এবং প্রাথমিক পর্যায়ে গ্রাহকেরা পণ্যগুলো নিয়ে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। বুলেট ১০০ ভি২ এর খুচরা মূল্য ১ লাখ ৮০০০ হাজার টাকা যার অফার মূল্য চলছে এখন মাত্র ৯৯ হাজার টাকা, নাইট রাইডার ১৫০ ভি২ এর খুচরা মূল্য ১ লাখ ৬৬ হাজার টাকা যার অফার মূল্য চলছে এখন মাত্র ১ লাখ ৩৮ হাজার টাকা এবং স্কুটি ১১০ এর খুচরা মূল্য মাত্র ৯৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা এই সেগমেন্ট এর জন্য অত্যন্ত আকর্ষণীয় মূল্য বলে রানার দাবি করে।

তাছাড়া রানার তাদের ‘বাইক কেয়ার’ মোবাইল অ্যাপ চালু করার ঘোষণা দিয়েছে। যার মাধ্যমে গ্রাহকরা তাদের মাসিক কিস্তির টাকা ডিজিটাল পদ্ধতিতে প্রদান করতে পারবে এবং নতুন অফার, পণ্যের মূল্য, কিস্তির নিয়মনীতি ও অন্যান্য তথ্য সম্পর্কে খুব সহজে জানতে পারবে।

লাইট নিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD