শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

রাশিয়ার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিয়ার প্রধানমন্ত্রী নিজেই এক ভিডিও বার্তায় বলেছেন তিনি করোনায় আক্রান্ত। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমার রক্তের নমুনা পরীক্ষা করার পর করোনা পজেটিভ এসেছে। মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সুরক্ষায় তিনি সঙ্গরোধে (কোয়ারেন্টিনে) রয়েছেন।

তিনি বলেন, আমি কেবলই জেনেছি আমি করোনাভাইরাসে আক্রান্ত। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে কথা বলে তিনি এ তথ্য জানিয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এখন থেকে চলতে হবে। তাই সবার সুরক্ষার জন্য এখন আমি সঙ্গরোধে (কোয়ারেন্টিনে) রয়েছি। নিজের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন তিনি।

তাই রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য একটি ডিক্রি স্বাক্ষর করেন পুতিন।

করোনার সংক্রমণ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, মিখাইল মিশুস্তিনের সঙ্গে যা হয়েছে, তা যে কারও সঙ্গেই হতে পারে। হাসপাতাল থেকে মিশুস্তিনকে ফোন করতে বলেন পুতিন। যদিও, রাশিয়ার প্রধানমন্ত্রী এখনও হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

লাইটনিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD