মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

লাঞ্ছনার শিকার হলেন আন্তর্জাতিক আম্পায়ার তানভীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২০

 

নিজ এলাকায়ই লাঞ্ছনার শিকার হলেন আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার তানভীর আহমেদ। আজ (মঙ্গলবার) করোনা ইস্যুতে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠিসোটা নিয়ে বাংলাদেশি এই আম্পায়ারের ওপর হামলা চালায় এলাকার কয়েকজন।

বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের সদস্য সচিব সয়লাব হোসেন টুটুল সন্ধ্যায় জাগো নিউজকে জানিয়েছেন, আজ দুপুরে নিজ এলাকায় সশস্ত্র হামলার শিকার হয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন তানভীর।

কি কারণে হঠাৎ এমন হামলার শিকার হলেন বাংলাদেশের এই আম্পায়ার? টুটুল জানান, মূলত করোনাভাইরাস ইস্যুতেই কথা কাটাকাটির শুরু। একপর্যায়ে ওই হামলা।

সয়লাব হোসেন টুটুল বলেন, ‘আম্পায়ার তানভীরের ভাই ঢাকার বাইরে থেকে বেচারাম দেউরিতে নিজ বাড়িতে ফিরে আসার পর স্থানীয় যুবকরা তাকে বাসায় ঢুকতে বাধা দেন। বলার অপেক্ষা রাখে না, করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা থেকেই সে বাধা দেয়া। তা নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে এলাকার ছেলেরা তানভীর ও তার ভাইকে লাঠি দিয়ে আঘাত করে। এতে দুজনই আহত হন।’

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD