বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন

লালমনিরহাটে করোনায় আক্রান্ত হয়ে বিচারকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : চলমান করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশে এই প্রথম বিচারকের মৃত্যু হয়েছে।

বুধবার মারা যাওয়া এই বিচারকের নাম ফেরদৌস আহমেদ। লালমনিহাটের এই জেলা জজ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ছিলেন।তার মৃত্যু সংবাদে লালমনিরহাট জেলার বিচার বিভাগ সম্পর্কিত ব্যক্তিবর্গের মাঝে শোকের ছায়া ও আতঙ্ক বিরাজ করছে।

ফৌরদৌস আহমেদের মৃত্যুর খবর জানিয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সাংবাদিকদের বলেছেন, করোনাভাইরাসে এটাই প্রথম কোনো বিচারকের মৃত্যু।

ফেরদৌস আহমেদ ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান।

ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা ও দায়িত্ব পালনের মধ্যেও সারা দেশে মঙ্গলবার নাগাদ নিম্ন আদালতের ২৬ জন বিচারক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

এছাড়া সর্বোচ্চ আদালতের ২৬ এবং নিম্ন আদালতের ৭১ জনসহ মোট ৯৭ জন আদালত কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

লাইট নিউজ/ঈজামু

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD