রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

শাশুড়ির প্রশংসায় কাঁদলেন ঐশ্বরিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

 

বলিউডের বিখ্যাত বচ্চন পরিবারের পুত্রবধূ সাবেক বিশ্বসুন্দরী ও জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। সিনেমার পর্দায় চরিত্রের খাতিরে তাকে অনেক বারই কাঁদতে দেখা গেছে। এবার শাশুড়ি জয়া বচ্চনের কথায় বাস্তবেই নায়িকা কাঁদলেন একেবারে ভরা মজলিসে।

সুপারস্টার অভিনেতা অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন অর্থাৎ ঐশ্বরিয়ার শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক কেমন, তা নিয়ে বহু গুঞ্জন রয়েছে বলিউড পাড়ায়। বিষয়টি নিয়ে কেউ কখনও প্রকাশ্যে মন্তব্য না করলেও সম্প্রতি ভাইরাল হয়েছে ঐশ্বরিয়া ও জয়ার একটি ভিডিও। সেখানেই কাঁদতে দেখা যায় নায়িকাকে।

তবে এ কান্না সুখের, কষ্টের নয়। ঘটনা হচ্ছে, সম্প্রতি ছেলে অভিষেক বচ্চন ও বউমা ঐশ্বরিয়াকে নিয়ে একটি অনুষ্ঠানে হাজির হন প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন। ওই অনুষ্ঠানে বউমা ঐশ্বরিয়ার ভূয়সী প্রশংসা করেন জয়া। এরপর মঞ্চে উঠে নিজের আবেগ সামলাতে পারেননি নায়িকা। কেঁদে ফেলেন সবার সামনেই।

অনুষ্ঠানে ঐশ্বরিয়ার উদ্দেশ্য জয়া বলেন, তিনি এমন একজন বউমা পরিবারে পেয়েছেন, যার হাসিতে সবার মন জুড়িয়ে যায়। শুধু তাই নয়, ঐশ্বরিয়া যেমন সবার খেয়াল রাখেন, তেমনি সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব সময় সঠিক পদক্ষেপ নেন বলেও প্রশংসায় পঞ্চমুখ হন জয়া।

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD