গার্মেন্টস শ্রমিকরা যেন বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি সুষ্ঠুভাবে জমা ও উত্তোলন করতে পারেন সেজন্য শিল্পঘন এলাকায় আগামী শুক্র ও শনিবার (২২ ও ২৩ মে) তফসিলি ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার দুপুরে এ সংক্রান্ত একটি সার্কুলার সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন বোনাস ছাড়াও রফতানি বাণিজ্য সচল রাখার স্বার্থে ঢাকা মহনগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ছুটির ওই দুইদিন ব্যাংক খোলা রাখতে হবে।
শুক্রবার লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। লেনদেন সমাপ্ত হলে ব্যাংকের আনুষঙ্গিক কাজকর্ম সারতে আরো ১ ঘণ্টা অর্থাৎ ১টা পর্যন্ত ব্যাংকের ওই শাখা খোলা থাকবে।
শনিবার লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। লেনদেন শেষে আরো আধাঘণ্টা চলবে আনুষঙ্গিক কাজকর্ম, অর্থাৎ বেলা ৩টায় বন্ধ হয়ে যাবে ব্যাংক।
লাইট নিউজ