রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

সৌদিতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২০

সৌদি আরবে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন দাবি করেছে। আরব নিউজের খবরে জানা গেছে, শনিবার দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮৪০ জন। আর এ পর্যন্ত সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ২৩ হাজার ৬৬৬ জন।

নুতন আক্রান্তদের মধ্যে রিয়াদে ৮৩৯ জন, জেদ্দায় সাড়ে চারশ, মক্কায় ৩৬৬, মদিনায় ২৯০ ও দিরিয়ায় ৮৯ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পারিবারিক সফর ও লোকজনের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার কারণে গত কয়েকদিনে নারী ও শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

চীনের উহানে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার দুমাস পর ২ মার্চ সৌদি আরবে প্রথম একজন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়।

তারপর থেকে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে আড়াই মাসের মধ্যে আধা লাখ ছাড়িয়ে গেল।

সৌদির প্রতিবেশী কাতারে শনিবার নতুন করে এক হাজার ৫৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।

এতে দেশটিতে মোট শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলোর তথ্যানুযায়ী, কাতারের বাসিন্দাদের মধ্যে মাত্র প্রায় ৩ লাখ কাতারের নাগরিক আর বাকি অধিকাংশই অভিবাসী শ্রমিক, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মূলত এদের মধ্যেই বেশি ছড়িয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD