লাইট নিউজ প্রতিবেদক : জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বার্ধক্যজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে। তবে তার অবস্থা শঙ্কামুক্ত।
পারিবারিক সূত্রে জানা যায়, আগে থেকেই তার হার্টের সমস্যা রয়েছে। পাশপাশি তার বার্ধক্যজনিত নানা জটিলতাও দেখা দিয়েছে। এ কারণে তাকে সোমবার রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতেও অধ্যাপক আনিসুজ্জামানকে একই রকম সমস্যার কারণে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছে পারিবারিক সূত্র।
লাইট নিউজ