লাইট নিউজ প্রতিবেদক : গত ২৪ ঘণ্টা নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০৯৬টি। এদের মধ্যে সনাক্ত হয়েছে সনাক্ত ৩৯০ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৩৭৭২। ২৪ ঘণ্টায় মারা গেছে, ১০ জন। মোট মৃত্যু ১২০ জন। সুস্থ হয়েছে ৫ জন।
বুধবার করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ব্রিফিং-এ জানানো হয়, এখনও পর্যন্ত প্রায় ১ লাখ এন৯৫ মাস্ক মজুদ রয়েছে। এ ছাড়াও প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী রয়েছে। এছাড়াও বিভিন্ন হাসপাতে অনুদান এবং ক্রয় কৃত জিনিসগুলো মান সম্মত কি না সেটা জাচাই করে গ্রহণ করতে হবে।
লাইটনিউজ