শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

২৫ জুন থেকে খুলনার ৩ এলাকা লকডাউন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) থেকে খুলনা মহানগরীর তিনটি এলাকা লকডাউন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

খুলনা মহানগরীর ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়ন লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এলাকাগুলো হলো- খুলনা সিটি কর্পোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসার আইচগাতি ইউনিয়ন।

সোমবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত খুলনা জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকায় রেড জোন হিসাবে চিহ্নিত করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২৫ জুন রাত ১২টা থেকে এ লকডাউন কার্যকর করা হবে। আগামী ১৬ জুলাই পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

অধিকমাত্রায় করোনাভাইসে আক্রান্ত শনাক্ত হওয়ায় ওই তিনটি এলাকা রেড জোনের আওতায় নিয়ে লকডাউন করা হবে।

লকডাউন শুরুর আগে ওইসব এলাকায় মাইকিং করে জনসাধারণকে জানানো হবে। এছাড়া বর্তমানে খুলনা জেলায় শপিংমলসহ দোকানপাট ২৫ জুন পর্যন্ত থাকবে।

আগামী ২৬ জুন থেকে সপ্তাহে রোববার, সোমবার ও মঙ্গলবার এই তিনদিন বিকাল পাঁচটা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে।
সভায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসালম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার, খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD