মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) বাতিলে মন্ত্রিসভার নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় সোমবার (৭ আগস্ট) ওয়াশিংটনে পররাষ্ট্র দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে ডিজিটাল নিরাপত্তা আইনের সংস্কার করতে বলছে। আপনি যেনে খুশি হবেন যে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে আইনটি বাতিলের। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, ওই আইনের সংস্কার ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে সরকারের দীর্ঘদিনের প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানাই। আমরা এর আগেও বলেছিলাম যে সরকারের সমালোচনাকারীদের গ্রেফতার ও মুখ বন্ধ রাখার জন্য আইনটি ব্যবহার করা হচ্ছিল।

ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে নতুন প্রস্তাবিত ‘সাইবার সিকিউরিটি আইন’ যেন আন্তর্জাতিক মানের হয়, সে ব্যাপারেও যুক্তরাষ্ট্র সজাগ বলে জানান তিনি।

মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আমরা সরকারকে উৎসাহিত করবো, সংশ্লিষ্ট সবাই যেন ওই আইনের খসড়ার পর্যালোচনা করতে পারে এবং মতামত দিতে পারে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD