এনসিপি সদস্যসচিব ও রংপুর-৪ আসনের এনসিপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন বলেছেন, একদিকে পদ্মা সেতু হয়েছে অন্যদিকে দেশ থেকে টাকা পাচার হয়েছে। যে পরিমাণ টাকা পাচার হয়েছে ওই পরিমাণ টাকা দিয়ে আরও অন্তত ২০টা সেতু বানানো যেত। সেই টাকাগুলো যদি পাচার না হতো ওই টাকা দিয়ে আমাদের গ্রামাঞ্চলের রাস্তাগুলো পাকা হয়ে যেত।
সোমবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার অন্নদানগর ইউনিয়নের কানিপাড়া গ্রামে নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এদিন তিনি ওই ইউনিয়নের পেটভাতা সার্বজনীন শ্মশান ও কালীমন্দিরে শ্রী শ্রী শ্যামা পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দুই দিনের সফরে আখতার হোসেন মঙ্গলবার (২১ অক্টোবর) উপজেলার কান্দি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনি উঠান বৈঠক করেন।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন। যে মানুষগুলো জীবন দিয়েছেন, পঙ্গু হয়েছেন, দুচোখে দেখেন না- এসব মানুষ যখন রাস্তায় গিয়ে নামছেন তারা কিন্তু একটা পয়সারও লোভে রাস্তায় গিয়ে নামেন নাই। তারা চেয়েছেন বাংলাদেশের মানুষ সুন্দরভাবে জীবনযাপন করুক। বাংলাদেশের মানুষদের যেসব অধিকার আছে সেসব অধিকার তারা বুঝে পাক। বাংলাদেশের যতগুলো সমস্যা আছে, তার সব সমাধান হোক।
শহিদ আবু সাঈদকে স্মরণ করে আখতার হোসেন বলেন, এসব অধিকার প্রতিষ্ঠায় আবু সাঈদ রাজপথে জীবন দিয়েছেন।
তাদের দল গঠনের উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রধানতম কাজ হচ্ছে- মানুষের যে অধিকার আছে, সেসব অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া, বুঝিয়ে দেওয়া। সেই কাজটা আমরা করছি।
সরকারি হাসপাতালের সেবা নিয়ে নেতিবাচক বক্তব্যে আখতার হোসেন বলেন, সরকারি হাসপাতালে গিয়ে সেবা পাওয়া যায় না। নোংরা, ময়লা, আবর্জনা ভরা। সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আবার ডাক্তাররা সঠিক সময়ে আসে না। একটা দপ্তরে এনআইডি কার্ডের নাম পরিবর্তন/সংশোধন করতে যাবেন- এটা সহজে হতে চায় না। জীবিকার তাগিদে বিদেশে যাবেন- পাসপোর্ট অফিসে গিয়ে নানামুখী অসুবিধার মধ্যে পড়তে হয়। যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ যদি সরকারি চাকরি পায় নানা সমস্যা দেখিয়ে তাদের বাদ দেওয়া হচ্ছে। আমরা নাগরিক পার্টির যারা আছি আমরা এরকম একটা রাজনীতি চাই বাংলাদেশে। এসব সমস্যার সমাধানে আর যেন কাউকে হয়রানি না পোহাতে হয়।
এ সময় সঙ্গে ছিলেন- পীরগাছা উপজেলা এনসিপির প্রধান সময়ন্বকারী আব্দুল্লাহ আল মামুন, কাউনিয়ার প্রধান সময়ন্বকারী সাইদুল ইসলাম, পীরগাছার যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, এবিএম মিজানুর রহমান সানা, মাহাবুর রহমান মিঠু, সদস্য সেকেন্দার আলী, আব্দুল গনি, সংগঠক শামীম হোসেন, রাকিবুল ইসলামসহ অনেকে।