শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

স্কুলে ভর্তি নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নতুন নির্দেশনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

আসন্ন ২০২৬ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম থেকে ৯ম শ্রেণিতে এবারও ডিজিটাল লটারিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ঘোষণার পর এবার ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য আসনসহ অন্যান্য তথ্য পাঠানোর সময় বেঁধে দেয়া হয়েছে। ভুল তথ্য দেয়ার ফলে কোনো জটিলতা তৈরি হলে তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে জানানো হয়েছে।

১২ থেকে ১৯ নভেম্বরের মধ্যে এ বিষয়ক তথ্য পাঠাতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের gsa.teletalk.com.bd এ প্রবেশ করে এসব তথ্য দিতে নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে সারাদেশের সব সরকারি মাধ্যমিক স্কুল ও স্কুল এন্ড কলেজ এবং মহানগরী, জেলার সদর উপজেলা এবং অন্যান্য উপজেলা সদরে অবস্থিত বেসরকারি স্কুল, স্কুল এন্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) এ ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্য আগামী ১২ থেকে ১৯ নভেম্বরের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের লিংক gsa.teletalk.com.bd এ প্রবেশ করে টেলিটকের দেয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তথ্য দেয়ার ক্ষেত্রে উল্লিখিত বিষয়গুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত সর্বশেষ ভর্তি নীতিমালা অনুসরণ করে রেজিস্ট্রেশন ফরমে চাওয়া তথ্য দিতে হবে। কোন শ্রেণি, শাখার বিপরীতে শিক্ষার্থীর চাহিদা সংখ্যা কোনোভাবেই ৫৫ জনের বেশি দেয়া যাবে না। অনলাইন তথ্য ফরমে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ ৩টি থানাকে (পুলিশ স্টেশন) ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করবেন।

অনলাইন তথ্য ফরমের ব্যাংক সংক্রান্ত তথ্যে অবশ্যই প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানরা অনলাইন ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বর দেবেন। কোনো প্রকার এনালগ নম্বর দেয়া যাবে না। রেজিস্ট্রেশন ফরম পূরণের সময় কোন প্রকার ভুল তথ্য দেয়া হলে এবং এ বিষয়ে পরবর্তীতে কোনো জটিলতা তৈরি হলে তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

এমন পরিস্থিতিতে, ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত তারিখের মধ্যে সব প্রতিষ্ঠান প্রধানকে রেজিস্ট্রেশন, ফরম পূরণ করার জন্য নির্দেশ দেয়া হলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD