টানা তৃতীয়বার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলর। তবে এটা আইসিসি মনোনীত কোন এওয়ার্ড নয়, কিউই ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ বাৎসরিক একটা সম্মাননা। যা স্যার রিচার্ড হ্যাডলি মেডেল নামে পরিচিত।
বর্ষসেরা হওয়ার পথে গতবছর তিন ফরম্যাট মিলিয়ে ব্যাট হাতে টেলরের সংগ্রহ ছিল ১৩৮৯ রান। এর মধ্যে টেস্টে ৫১১, ওডিয়াইতে ৫৪৮ এবং টি-টোয়েন্টিতে করেন ৩৩০ রান।
এছাড়া এ বছরের শুরুতে স্টিফেন ফ্লেমিংকে ছাড়িয়ে হয়েছেন নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। টেলরই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি অর্জন করেছেন তিন ফরমেটেই শতাধিক ম্যাচ খেলার যোগ্যতা।
পুরস্কার জেতার পিছনে নিজের মেন্টর মার্টিন ক্রোর অবদানের কথাও ভুলেননি এই কিউই ক্রিকেটার। কৃতজ্ঞতা জানিয়েছেন তার প্রতি। টেলর বলেন, ‘আমি নিশ্চিত তিনি (ক্রো) তিনি এটা দেখে গর্বিত হবেন। মার্টিন আমাকে অনেক অভিজ্ঞতা দিয়েছেন এবং স্বাধীনতা নিয়ে খেলার বিষয়টা ভালোভাবে বুঝিয়েছেন। তিনিই আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন নতুন মাইলফলকের জন্য।’
লাইট নিউজ