শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

আরবাজ ডেট করছেন জর্জিয়ার সঙ্গে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২০

 

করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে আরবাজ খানের সঙ্গে থাকছেন জর্জিয়া অ্যান্দ্রিয়ানি। সম্প্রতি এমনই গুঞ্জন শুরু হয়। এমনকী, এই পরিস্থিতিতে আরবাজ-জর্জিয়ার ছবিও প্রকাশ্যে আসে। যা নিয়ে আরবাজের দ্বিতীয় বিয়ের জল্পনা আরো জোরদার হয়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন জর্জিয়া নিজেই।

তিনি বলেন, যার যা ইচ্ছা তাই ভাবতে পারেন। তাতে কারো কিছু যায় আসে না। কিন্তু এই মুহূর্তে আরবাজ কিংবা তার, কারোরই বিয়ের কোনো পরিকল্পনা নেই। বিয়ের মতো সিদ্ধান্ত যদি তারা কখনো নেন, তাহলে সবাই জানতে পারবেন বলে স্পষ্ট জানান জর্জিয়া।

একদিকে আরবাজ যখন জর্জিয়ার সঙ্গে ডেট করছেন, সেই সময় মালাইকা রয়েছেন অর্জুন কাপুরের সঙ্গে। লকডাউনের মাঝে জনতা কারফিউয়ের দিন মালাইকার বারান্দায় অভিনেত্রীর সঙ্গে দেখা যায় অর্জুন কাপুরকে। অর্থাৎ লকডাউনের মাঝে মালাইকা-অর্জুন একসঙ্গেই রয়েছেন বলে অনেকে মন্তব্য করতে শুরু করেন।

লাইট নিউজ

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD