করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন বাংলাদেশের সাবেক তারকা ব্যাটসম্যান নাফিস ইকবাল। তিনি দেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই।
দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হলেও এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। খবরটা নিশ্চিত করেছেন নাফিস নিজেই।
২০০৩ সালের নভেম্বরে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন নাফিস। ব্যাপক সম্ভাবনা থাকলেও ক্রিকেট ক্যারিয়ারটা বেশিদূর এগিয়ে নিতে পারেননি। আড়াই বছর পূর্ণ হওয়ার আগেই ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে থেমে যায় তার অভিযাত্রা। ২০০৬ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সর্বশেষ দেশের জার্সি গায়ে জড়ান নাফিস।
লাল-সবুজদের প্রতিনিধি হয়ে ক্যারিয়ারে ১১ টেস্টে ২৩.৫৪ গড়ে ৫১৮ রান সংগ্রহ করেন নাফিস। তাতে ছিল একটি শতক ও দুটি অর্ধশতক। ১৬টি একদিনের ম্যাচ খেলে দুটি অর্ধশতকে ১৯.৩১ গড়ে ৩০৯ রান নিজের নামের পাশে যোগ করেন ৩৪ বছরের সাবেক এ তারকা ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেটে সুবিধা করতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে খেলে গেছেন নাফিস ২০১৮ সাল পর্যন্ত। তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। বিপিএলসহ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে এখন ম্যানেজারের ভূমিকা পালন করে যাচ্ছেন।