আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনা ভাইরাসে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৩৪১ জন মারা গেছে। যেখানে দেশটিতে মোট মৃত্যু ১২ হাজার ছাড়িয়েছে (১২ হাজার ২১০)। ফ্রান্সের স্বাস্থ্য অধিদপ্তর এমনটি নিশ্চিত করেছে।
ফ্রান্সে এখন পর্যন্ত মোট ১ লাখ ১৭ হাজার ৭৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত একদিনেই আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৯৯।
গত বছরের নভেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এ পুরো বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ লাখের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ৯৩ হাজারের বেশি। যদিও প্রায় সাড়ে ৩ লাখের মতো মানুষ সুস্থ হয়েছেন।