চট্টগ্রাম প্রতিনিধি : গতকাল এক সাথে ১১ জন করোনা রোগী চট্টগ্রামে শনাক্ত হওয়ার পর , আতঙ্কিত হয়ে গোপনে অনেকে এলাকা ছাড়ছে।এমনি এলাকা ছাড়ার সময় নারী ও শিশুসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে নগরীর বাকলিয়া এলাকায় পন্যবাহী পিকআপ থেকে তাদের আটক করা হয়।
সিমপি পুলিশ জানায়, আইন শৃঙ্খলাবাহিনীর চোখ ফাঁকি দিতে পিকআপে পণ্যের মতো করেই ত্রিপল দিয়ে যাত্রীদের ঢেকে দেয় চালক। কিন্তু চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন।
এভাবে আরো ৩টি গাড়ি প্রস্তুত করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। জেলা সিভিল সার্জনের তথ্য মতে, গত কয়েকদিনে জেলায় ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
লাইটনিউজ/এএমসি