ভারতের সঙ্গে সংঘর্ষস্থল থেকে উত্তর-পশ্চিম লাদাখের গলওয়ান নদীর এক কিলোমিটারের মধ্যে বুলডোজার দিয়ে পাথর ফেলছে চীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর উপর কোনো নির্মাণ কাজ করছে চীনা সেনারা। বৃহস্পতিবার (১৮ জুন) এনডিটিভি প্রকাশিত উচ্চ রেজ্যুলেশনের স্যাটেলাইট ছবিতে এ চিত্র ধরা পড়েছে।
এছাড়া চীন অতিরিক্ত সেনা, রাস্তা-ব্রিজ-নদী খনন যন্ত্রপাতি জড়ো করেছে বলে আরেকটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। মার্কিন ভূ-বিশ্লেষণ প্রতিষ্ঠান হাওয়াকআই ৩৬০ এ স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে।
স্যাটেলাইট ইমেজে ধরা পড়া ছবিতে নদীর গতিধারার স্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছে। কিন্তু নদীতে কোনো পানি নেই। স্রোতধারায় কাদাময়। নদীর ওপরেই নির্মাণ কাজ চালাচ্ছে চীন।
ক্যালিফোর্নিয়াভিত্তিক মিডলবারি ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের পূর্ব এশিয়া বিষয়ক কর্মকর্তা জ্যাফরেই লেউইস বলেন, ছবি দেখে মনে হচ্ছে চীন কোনো রাস্তা অথবা সম্ভবত বাঁধ নির্মাণ করতে চেয়েছে।
এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, তিনি এ বিষয়টি নিয়ে অবগত নন। সংঘর্ষের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে দফায় দফায় বৈঠক হচ্ছে।