আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে এখনই তেলের দাম কমানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার (১০ জুন) অনুষ্ঠিত এক ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিলম্ব মাশুল ছাড়া ৩০ জুনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের বিল জমা দেওয়া যাবে। এরপর আর সময় বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। করোনার কারণে ১০ শতাংশের মতো বিল আদায় হয়েছে, এভাবে চললে বিতরণ কোম্পানিগুলো সংকটের মধ্যে পড়বে। যে কারণে আর সময় বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত নেই।
বাজেট বরাদ্দ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আসছে বাজেটে (২০২০-২১) বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩০ হাজার ৭৩৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এরমধ্যে বিদ্যুৎ খাতে ২৭ হাজার ৫৯৭ কোটি, জ্বালানি খাতে ৩ হাজার ১৩৮ কোটি টাকা। আমরা যে বরাদ্দ চেয়েছিলাম মোটামুটি সবটাই পেতে যাচ্ছি। ৮ হাজার কোটি টাকার মতো ভর্তুকি থাকতে পারে। আসছে বছরে সঞ্চালন ও বিতরণ খাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়।
তিতাস গ্যাস আবাসিকে নির্ধারিত বিল বেশি আদায় করছে। যে বিল আদায় করা হচ্ছে আবাসিক গ্রাহকরা সেই পরিমাণ গ্যাস ব্যবহার করছেন না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তিতাস গ্যাসে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। সুপারিশ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান প্রশ্নে বলেন, মাল্টিক্লেইন সার্ভে চলমান রয়েছে। এটি শেষ হলে আমাদের কাছে যখন অনেক তথ্য থাকবে তখন বিদেশি কোম্পানিগুলো আগ্রহী হবে।