বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

টেস্টের ২য় দিন কেউ আক্রান্ত হলে কী হবে: রাহুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২০

 

করোনা মহামারির মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফেরাতে বদ্ধ পরিকর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাদের ভাষ্যমতে ক্রিকেটারদের স্বাস্থ্য নিরাপত্তা দিয়েই অনুশীলনে ফেরাবেন তারা, আর সেই সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজও শুরু করবেন। তবে এখানেই দ্বিমত পোষণ করছেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। তিনি শঙ্কা প্রকাশ করেন টেস্ট ম্যাচের ২য় দিনেই যদি কোনো ক্রিকেটার আক্রান্ত হয় তবে তার পরিণতি কি হবে?

পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজন করে আবারও আন্ত্ররজাতিক ক্রিকেট মাঠে ফেরাতে চায় ইংলিশরা। এ ব্যাপারে কিংবদন্তী এই ভারতীয় বলেন, ‘আমার মনে হয় ইসিবি যা বলছে তা কিছুটা অবাস্তব। ইসিবি এই সিরিজ আয়োজন করতে চাচ্ছে কারণ তাদের সামনে আর কোনো ক্রিকেট নেই। তারা যে স্বাস্থ্য সুরক্ষার কথা বলছে তা ধরে রাখা আর সবার পক্ষে এটা মেনে চলা অসম্ভব বলেই আমার মনে হয়। কারণ একটি সিরিজ আয়োজনের জন্য ক্রিকেটারদের এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে হয় এবং এই আয়োজনের সঙ্গে অসংখ্য মানুষ জড়িত থাকে।’

অবশ্য কেবল ইংল্যান্ড একাই নয়, সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকাও চাইছে ক্রিকেট ফেরাতে। ইংলিশদের দেখানো পথে হেটেই প্রোটিয়ারা চাইছে ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন করতে।

দ্রাবিড় করোনা নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমরা সবাই প্রার্থনা করছি যেন দ্রুতই এই পরিস্থিতি থেকে পৃথিবী সেরে ওঠে আর দ্রুতই এর ঔষুধ আবিষ্কার হোক। আর ক্রিকেট আয়োজনের জন্য বিশেষ যে স্বাস্থ্য সুরক্ষার কথা বলা হচ্ছে সেভাবে সবাই মেনে চললো। সবাই করোনার পরীক্ষা করল, কোয়ারেনটাইনে থাকলো আর তারপর টেস্ট ম্যাচের ২য় দিন একজন খেলোয়াড় পজিটিভ হলো তখন কি হবে? সাধারণের স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখে সকলকে তখন কোয়ারেনটাইনে যেতে হবে।’

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD