ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় কালভার্টের কাছে কাদাপানিতে ভাসমান অবস্থায় আজ সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া যুবকের নাম আবু তালেব (৩২)। সে উপজেলার গালাগাঁও ইউনিয়নের গালাগাঁও গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। তারাকান্দার চাড়িয়া বাজারে দর্জির কাজ করতেন ওই যুবক।
তারাকান্দা থানা ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল রবিবার থেকে নিখোঁজ ছিল সে। প্রতিদিনের মতো দর্জির কাজ শেষ করে বাড়িতে ফিরলেও গতকাল রবিবার রাত থেকে নিখোঁজ হয়। আজ সোমবার সকালে এলাকাবাসী গালাগাঁও চাড়িয়া গ্রামের পাশে কালভার্টের কাছে কাদাপানিতে প্যান্ট ও জামা পরা এক যুবকের লাশ ভাসতে দেখেন। স্থানীয়রা তারাকান্দা থানা পুলিশকে খবর দিলে পুলিশ নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করে। উদ্ধার মৃতদেহের শরীরের বিভিন্ন জায়গায় দাগ রয়েছে।
মৃত যুবকের বড় ভাই আবুল বাশার জানান, আমার ভাই মাত্র আট মাস আগে বিয়ে করেন। গত রবিবার রাত থেকেই নিখোঁজ হয়। তার রহস্যজনক মৃত্যুতে তারাকান্দা থানায় অভিযোগ করা হয়েছে। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, ময়নাতদন্তের জন্য আজ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
লাইট নিউজ