রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

তোপের মুখে তৌসিফ মাহবুব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

 

একটি নাটকের দৃশ্যে শাকিব খানকে ‘ক্ষ্যাত’ বলে সম্বোধন করায় তোপের মুখে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিতর্ক।

সম্প্রতি প্রচারিত হওয়া ‘ওহ মাই ডার্লিং’ নাটকের একটি দৃশ্যে দেখা যায়, সহশিল্পী সাফা কবির শাকিব খানের সিনেমা দেখতে চান, সেই সময় প্রেমিক তৌসিফ বিরক্ত হন। নিজের পছন্দের সিনেমা বাদ দিয়ে শাকিবের সিনেমা দেখতে চাওয়ায় শাকিব খানকে ‘ক্ষ্যাত’ বলে আখ্যায়িত করেন তৌসিফ। নাটকটি প্রচার হওয়ার পর পরই বিতর্কের মুখে পড়েন এই অভিনেতা। অবশেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি।

তৌসিফ মাহবুব বলেন, ‘নাটকটি প্রচার হওয়ার পর একটি দৃশ্যের ডায়ালগে নানা রকম মন্তব্য দেখেছি। আমি বলতে চাই যে, আমি আমার চিত্রনাট্যের অভিনয়টাই করেছি। চরিত্রটা এমন ছিল যে, আমি টিকিট কেটে রেখেছিলাম প্রেমিকাকে নিয়ে সিনেপ্লেক্সে ‘প্যারাসাইট’ সিনেমা দেখব, কিন্তু সে শাকিব খানের বড় ভক্ত হওয়ায় তার ছবি দেখবে, যে কারণে আমি বিরক্ত হয়ে এমন কথা বলি।’

তৌসিফ আরও বলেন, ‘আমি শাকিব ভাইয়ের একজন বড় ভক্ত। তিনি আমাদের ইন্ডাস্ট্রির সুপারস্টার। আমি ছোট্ট একজন শিল্পী। একজন শিল্পী হয়ে আমি কখনো অন্য শিল্পীকে এমন কথা বলতে পারি না। যদি পাক বাহিনীর চরিত্র করতে গিয়ে বাংলাদেশকে নিয়ে অপমানসূচক ডায়ালগ দিতে হয়, তার মানে তো এই না যে আমি বাংলাদেশকে দেখতে পারি না!’

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD