জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষে দিনাজপুরের ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত দিনাজপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আওতায় গর্ভবতী মা, শিশুসহ দুই শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা দেয়া হয়। এ সময় বিনামূল্যে ঔষধ বিতরণ, চেকআপ ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।
চিকিৎসা নিতে আসা শরীরের তাপমাত্রা বেশি থাকায় কোভিড-১৯ সন্দেহে অনেকের করোনা নমুনা সংগ্রহ করা হয়।
৪৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসমত উল্লাহ খানের নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য সেবা ক্যাম্পে সেবা প্রদান করেন গাইনী বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল আফরোজা আক্তার, শিশু বিশেষজ্ঞ ক্যাপ্টেন জারিফ, মেডিকেল অফিসার ক্যাপ্টেন দিলরুবা।
লাইট নিউজ