শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

দীর্ঘদিন থাকবে করোনাভাইরাস সংক্রমণ 

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

 

করোনাভাইরাসের সংক্রমণ দীর্ঘদিন থাকবে বলে হুঁশিয়ারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল বুধবার এক অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল বুধবার জেনেভা থেকে অনলাইনে সংবাদ ব্রিফিং করেন ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস।

গেব্রেইয়েসুস বলেন, ‘কয়েকটি দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা গেছে ভাবলেও সেখানে নতুন করে ভাইরাসটির বিস্তার ঘটেছে। আফ্রিকা ও আমেরিকা অঞ্চলের কয়েকটি দেশে ভাইরাসটির সমস্যা বাড়ছে।’

গত ৩০ জানুয়ারি ভালো সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে জানিয়ে সংস্থার প্রধান বলেন, ‘এর মাধ্যমে দেশগুলো প্রস্তুতি ও পরিকল্পনার জন্য যথেষ্ট সময় পেয়েছে। পশ্চিম ইউরোপের বেশিরভাগ মহামারি এখন স্থিতিশীল রয়েছে নয়তো কমে আসছে।’

তিনি বলেন, ‘সংখ্যা কম হলেও আমরা আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও পূর্ব ইউরোপে ভীতিকর ঊর্ধ্বমূখী প্রবণতা দেখতে পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বহু দেশ এখনও তাদের মহামারির প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া মহামারিতে শুরুর দিকে আক্রান্ত হওয়া অনেক দেশেই এখন আবার নতুন করে সংক্রমণ বাড়ছে। কোনো ভুল করা চলবে না : আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এই ভাইরাসটি দীর্ঘ দিন আমাদের সঙ্গে থাকবে।’

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ২৯ হাজার ৮০১ জন। এই ভাইরাসে মৃত্যু হয়েছে এক লাখ ৮৩ হাজার ৪৫৪ জন আর সুস্থ হয়েছেন ৭ লাখ ১১ হাজার ১৪৪ জন।

 

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD