পায়ের আর হাতের বিশাল নখের ভিডিও বানানোই তার পেশা। নিজের ওয়েবসাইটে সেগুলো যেমন পোস্ট করেন, তেমনি বিক্রিও করেন। ওহিও অঙ্গরাজ্যের অরিন্দা স্ট্রম ওয়েভার অদ্ভুত এই পেশায় এখন ভালোই আছেন।
৫৮ বছর বয়সী অরিন্দার গল্পটা বেশ কঠিন। ২০০৬ সালে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন। তখন যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম মাইস্পেসে নিজের নখের ভিডিও পোস্ট শুরু করেন। কয়েক দিনের ভেতর বুঝতে পারেন তার নখের প্রতি মানুষের সীমাহীন আগ্রহ।
২০০৮ সালে নিজের আসল চাকরিটাই ছেড়ে দেন। পুরোপুরি মন দেন ভিডিও তৈরির কাজে।
অরিন্দাকে নিয়ে সম্প্রতি মেট্রো নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেখান তার বর্তমান জীবন উঠে এসেছে।
অরিন্দা বলেন, ‘প্রায় এক যুগ আগে যে কাজ শুরু করেছি তা মানুষ গ্রহণ করেছে। তাই নখ বাড়াতেই থাকি।’
‘এখন আমার বিভিন্ন মাধ্যমে অ্যাকাউন্ট আছে। মাঝে মাঝে ভিডিও বিক্রিও করি।’
অরিন্দা জানিয়েছেন একটি ১০ মিনিটের ভিডিও তিনি প্রায় দেড় হাজার ডলার বিক্রি করেন।
আমেরিকা এবং তার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান তার নখের ভিডিও কিনে নিজেদের বিজ্ঞাপন বানায়।
এত বড় নখ সব সময় সাবধানে রাখেন অরিন্দা। এ জন্য তাকে কিছু সতর্কতা মেনে চলতে হয়, ‘মুখবন্ধ জুতা পরা হয় না। হিলও আর পরতে পারি না। চলাচল করতে বিশেষ জুতা বানাতে হয়েছে আমাকে।’