বাবা হয়েছেন জ্যামাইকার গতির রাজা উসাইন বোল্ট। দীর্ঘ দিনের বান্ধবী ক্যাসি বেনেট রবিবার স্প্রিন্টার ও আটবারের অলিম্পিক স্বর্ণ পদক জয়ী এই কিংবদন্তি অ্যাথলিটকে উপহার দিয়েছেন ফুটফুটে একটি কন্যা সন্তান।
জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস টুইটারে অভিনন্দন জানিয়ে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ডধারী অ্যাথলিটের ঘরে নতুন অতিথি আসার খবরটা নিশ্চিত করেছেন।
বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টকে শুভেচ্ছা জানিয়ে হোলনেস টুইটারে লিখেন, ‘কন্যা সন্তানের আগমনে আমাদের স্প্রিন্ট লিজেন্ড উসাইন বোল্ট ও ক্যাসি বেনেটকে অভিনন্দন।’
লাইট নিউজ