রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

নতুন করে আক্রান্ত ২০৯, মৃত্যু ৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন। এক দিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। এ সময় মারা গেছেন ৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২। আর মৃত্যু বেড়ে হয়েছে ৪৬।

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানায়। অনলাইনে এ ব্রিফিং হয়।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ১৩ হাজার ৯২৮ টি নমুনা পরীক্ষা করেছি। গত ২৪ ঘণ্টায় ৮৯ জন আইসোলেশনে আছেন। মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD