নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর গণমাধ্যমের সঙ্গে কথা না বলার জন্য দেশের সরকারি হাসপাতালগুলোতে কর্মরত সকল নার্সদের নির্দেশনা দিয়েছে । গত বুধবার এ সম্পর্কিত একটি নোটিশ জারি করেন অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার।
এতে বলা হয়, সরকারি চাকরিবিধি অনুযায়ী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন কোনো কর্মকর্তা-কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত গণমাধ্যমের সামনে কথা বলতে পারবে না। পাশাপাশি সংবাদপত্র ও জনসমক্ষে কোনো প্রকার আলোচনা, মতামত প্রদান বা বিবৃতি প্রকাশ করতে পারবে না। সবাইকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি করোনাভাইরা পরিস্থিতির মধ্যে এক নার্স কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের কর্মীদের খাদ্য সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। পোস্টটি ভাইরাল হয়ে গেলে নার্স নেতারা বিষয়টি নিয়ে ওই হাসপাতালের প্রশাসনের সঙ্গে কথা বলেন।
সূত্র আরো জানায়, এরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে নির্দেশনাটি জারি করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। মূলত নার্সদের মাধ্যমে যাতে হাসপাতালের কোনো অব্যবস্থাপনার কথা বাইরে প্রকাশ না পায়, সে জন্যই এ নোটিশ জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার গণমাধ্যমকে বলেন, নোটিশের মাধ্যমে অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সরকারি চাকরি বিধিটা মনে করিয়ে দেওয়া হয়েছে। অন্য কোনো প্রেক্ষাপটে এটি জারি করা হয়নি।