করোনায় অসহায় পড়া মানুষদের সহায়তা করতে নিলামে তিন লাখ টাকায় বিক্রি হলো সাকিবের দ্বিতীয় ব্যাট। যে ব্যাটে রয়েছে মাশরাফি, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ সহ ১৫ টাইগার ক্রিকেটারের অটোগ্রাফ। আর এ ব্যাটের ভিত্তিমূল্য ছিল ৯৯ হাজার ৯৯৯ টাকা।
এর আগে, নিলামে বিক্রি হয় ইংল্যান্ড বিশ্বকাপে ব্যবহৃত সাকিবের একমাত্র ব্যাট। যে ব্যাট দিয়ে দুই সেঞ্চুরি আর পাঁচ ফিফটিতে ৬০৬ রান করেছিলেন টাইগার অলরাউন্ডার। ২০ লাখ টাকায় সাকিবের উইলোটি লুফে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশী।
একই প্ল্যাটফর্মে বিক্রি হয় মোসাদ্দেক সৈকতের ব্যাট ও তাসকিনের স্মৃতি জড়ানো হ্যাটট্রিক করা বল।
লাইট নিউজ