নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও কৃষি ব্যাংকের ৭ কর্মকর্তাসহ নতুন করে আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪১ জনে।
সোমবার (১ জুন) সকালে নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার (৩১ মে) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নেত্রকোনার ১১২টি নমুনা পরীক্ষা করা হলে নতুন করে আরো ২০ জনেরর করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে জেলার কেন্দুয়া উপজেলার অগ্রণী ব্যাংকের ৫ জন, সোনালী ব্যাংকের ১ জন ও কৃষি ব্যাংক সাহিতপুর শাখার ২ জন কর্মকর্তা রয়েছেন।
এছাড়াও জেলার আটপাড়া উপজেলার স্বাস্থ্যকর্মী ১, বানিয়াজান এলাকার ৩, সদর উপজেলার আতকাপাড়া লক্ষীগঞ্জ এলাকার ১, জেলা প্রশাসকের কার্যালয়ের ১, বারহাট্টা উপজেলার ফকিরের বাজার রায়পুর এলাকার ১, পূর্বধলা উপজেলার গার্লস স্কুল রোড এলাকার ১, রওশন আরা রোড এলাকার ১, পূর্বধলা বাজার এলাকার ২ এবং খালিয়াজুরী উপজেলার জিয়াখড়া এলাকার ১ জন রয়েছেন।
সিভিল সার্জন আরো জানান, ৩১ মে পর্যন্ত পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা ৩ হাজার ৬৫৩টি। তার মধ্যে ৩ হাজার ৫১৩টির রির্পোট পাওয়া গেছে। জেলায় শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা মোট ২৪১ জন। সুস্থ হয়েছেন ৭৭ জন এবং মারা গেছেন ২ জন।