বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

ফেরি চালু হতেই নদীপাড়ে হাজা‌রো মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২০

রাজবাড়ী প্রতিনিধি : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরু‌টে বন্ধ হ‌য়ে যাওয়া ফেরি চলাচল পুনরায় শুরু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার দিবাগত রাত ১১টার দি‌কে এ রু‌টে ফে‌রি চলাচল শুরু হয়।

এর আগে ১৮ মে করোনা সংক্রমণ এড়া‌তে ঘরমু‌খো যাত্রীদের চাপ ঠেকা‌তে বিআইড‌ব্লিউটিসি কর্তৃপক্ষ ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয়।

এদি‌কে রাত থে‌কে ফে‌রি চলাচল শুরু হওয়ায় হাজার হাজার যাত্রী ও পণ্যবা‌হী ট্রাক নদী পার হচ্ছে। ত‌বে সকালের পর থেকে যাত্রী ও‌ যানবাহ‌নের চাপ ক‌মে যায়। ধারণা করা হ‌চ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমু‌খো যাত্রী‌দের চাপ আরও বাড়‌বে।

বাজারে এসছে রানারের নুতন মডেলের বাইক। আপনার পছন্দেরটি অর্ডার করতে আজই যোগাযোগ করুণ নিকটস্থ শোরুমে।

‌বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, কর্তৃপ‌ক্ষের নি‌র্দে‌শে রাত থে‌কে এরুটে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। ঘা‌টে যে চাপ ছিল তা সকা‌লের আগেই ক‌মে গে‌ছে। বর্তমানে এ রু‌টে ১৪টি ফে‌রি চলাচল কর‌ছে।

লাইচ নিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD