সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

ফের গুলি বর্ষণ, নাফ নদী থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরকান আর্মি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

কক্সবাজারের টেকনাফে গুলি বর্ষণ করে নাফ নদী থেকে তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (১২ মে) দুপুরে নাফনদীর লেদা এলাকা থেকে ওই জেলেদের ধরে নিয়ে যায় আরকান আর্মি।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া বাসিন্দা সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।

তিনি বলেন, গুলি বর্ষণ করে আমার ইউনিয়নের তিন জেলেকে নাফ নদী থেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, তিনজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD