বরিশালে মঙ্গলবার (২ জুন) সকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় রুটের লঞ্চ ও বাসগুলো চলাচল করেছে। রাজধানীমুখী লঞ্চগুলোকে সাবান পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে।
ভোর থেকে বরিশাল নদীবন্দর হতে স্থানীয় বিভিন্ন রুটে ছোট লঞ্চগুলো ছেড়ে যায়। সবগুলো লঞ্চে ঢোকার পথে হাতে জীবাণুনাশক দেয়া হয়। ভেতরে সিটে শারীরিক দূরত্ব বজায় ছিল।
ঢাকা থেকে বরিশালে পৌছা লঞ্চগুলো সাবান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। এই লঞ্চগুলো আজ রাতেই রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করবে।
এদিকে বরিশাল থেকে স্থানীয় ও দূরপাল্লারুটে চলাচলকারী বাসগুলোকে নিয়ম মেনে যাত্রীদের সীটে বসাতে দেখা গেছে।
লাইট নিউজ