রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

বায়োপিকে অভিনয় করবেন কোহলি, তবে রহস্য …..

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

 

তার ক্যারিয়ারটা রূপকথার মতো। ব্যাট হাতে যা করতে চাইছেন তাই যেন হয়ে যাচ্ছে। আবার মাঠের বাইরেও একই দৃশ্যপট। প্রেম করেছেন বলিউড তারকা আনুশকা শর্মার সঙ্গে। অনেক নাটকের পর তার সঙ্গেই শুরু হয়েছে জীবনের ইনিংস। এই বিরাট কোহলির জীবন নিয়ে তো সিনেমা হতেই পারে। ভারত অধিনায়ক নিজেও রাজি। তবে একটা শর্ত দিয়েছেন তিনি!

স্ত্রী আনুশকা শর্মা অভিনয় করলেই নাকি বায়োপিকে নিজের চরিত্রে থাকবেন বিরাট!

ফুটবলার সুনীল ছেত্রীর ইনস্টাগ্রাম লাইভ সেশনে তেমন কথাই শোনালেন ভারত অধিনায়ক। তিনি জানান, ‘আনুশকা থাকলে অবশ্যই বায়োপিকে অভিনয় করব আমি। সত্যি বলতে কী একটা ভুল ধারণা দূর করতে চাই যে আমি অভিনয় পারি! আমি বরং ফুটবল খেলতে পারি। ছেত্রী তুমি কি কি আমাকে আইএসএলে খেলতে দেবে?’

অবশ্য এরপরই বিরাট কোহলি স্পষ্ট জানালেন, ‘নিজের বায়োপিকে অভিনয় করতে চাই কারণ নিজেকে ফুটিয়ে তুলতে পারব ভাল করে। তবে লোকের ভুল ধারণা আছে যে অভিনয় করতে পারি আমি। আসলে অনেক বিজ্ঞাপনে আমাকে দেখা যায় নিয়মিত। দেখুন অভিনয় হল একটা শিল্প। আর আমি কিন্তু শিল্পী নই। আমি পেশাদার ক্রিকেটার!’

তার মানে কোহলির বায়োপিকে অভিনয়ের ব্যাপারটি রহস্য হয়েই থাকল।

লাইট নিউজ

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD