রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

বিনোদন ছোটপর্দা চলে গেলেন অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

লাইট নিউজ প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। এক ফেসবুক স্ট্যাটাসে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান।

জানা গেছে, ফেরদৌসী আহমেদ লিনা দীর্ঘদিন ধরে কিডনী সমস্যায় ভুগছিলেন।

১৯৭৮ সালে ‘কালো কোকিলা’ নাটকে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু করেন লিনা। তার অভিনীত প্রথম সিনেমা বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’। সর্বশেষ তিনি ২০১৯ সালে ‘মায়া’ সিনেমায় অভিনয় করেছিলেন। এছাড়া দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

অভিনয়ের বাইরে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন ফেরদৌসী আহমেদ লিনা।

লাইট নিউজ ডেস্ক

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD