মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

ভিকি-ক্যাটরিনাকে একসঙ্গে নিয়ে ‘কফি উইথ করণ’!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

 

প্রেমের সাম্পানে ভাসছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীর্ঘদিন ধরেই বলিউড মহলে শোনা যাচ্ছে এই গুঞ্জন। বিভিন্ন সময় বলিউডের এই দুই তারকাকে একসঙ্গে ঘুরে বেড়াতেও দেখা গেছে। যার ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে প্রেমের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেননি এই তারকা জুটি।

এরইমধ্যে শোনা গেলো আরও এক নতুন তথ্য। করণ জোহর নাকি তার সঞ্চালিত চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর পরবর্তী মৌসুমে এই তারকা জুটিকে নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা করছেন। সম্প্রতি ভোগ ইন্ডিয়ার ডিরেক্টর অনিতা শ্রফের সঙ্গে একটি লাইভ চ্যাটে অংশ নিয়েছিলেন করণ। সেখানেই এই পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

কাজের দিক থেকে এই মুহূর্তে ভিকির হাতে রয়েছে ‘উধম সিং’ ও ‘তখত’ ছবির কাজ। অন্যদিকে আলি আব্বাস জাফর পরিচালিত একটি সুপারহিরো ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। তবে নাম এখনও ঠিক হয়নি।

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD