রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :

ভুল করে নিজেদের জাহাজে ইরানের হামলা, নিহত অন্তত ১২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : তেহরান-ওয়াশিংটন ডিসির মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের জাহাজে আত্মঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। এতে ওই জাহাজের অন্তত ১২ জন নাবিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেকে।

দেশটির রাষ্ট্রীয় টিভির বরাতে এপি জানায়, রোববার মহড়া চলাকালে তেহরান থেকে প্রায় ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওমান সাগরের জাস্ক বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

হামলার শিকার জাহাজটির নাম কোনারক। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) পরিচালিত ফ্রিগেট জামারান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভুলক্রমে কোনারককে আঘাত হানলে এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, আহত নাবিকদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হচ্ছে।

৪৭ মিটার দৈর্ঘ্যের ডাচ-নির্মিত এই জাহাজটি সমুদ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম ছিল। তবে আত্মঘাতী এই হামলাকে ‘একটি দুর্ঘটনা’ বলেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

হামলার স্থান ওমান সাগরের এই অঞ্চলটিতে নিয়মিত মহড়া চালিয়ে আসছে ইরান এবং এটি হরমুজ প্রণালীর পাশেই অবস্থিত।

তবে অঞ্চলটিতে এর আগে মহড়া চলাকালীন ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর খুব কম তথ্যই সরবরাহ করেছে ইরানের গণমাধ্যমগুলো। ফলে এসব দুর্ঘটনায় প্রকৃত হতাহত সম্পর্কে কমই জানা গেছে।

লাইট নিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD