শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

মানহানিকর মন্তব্যের জন্য শাস্তি হতে পারে ক্রিস গেইলের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২০

 

ক্রিস গেইল এর আগে অভিযোগ করেন, কোনো কিছু না জানিয়ে জ্যামাইকা তালাওয়াস তাকে দল থেকে বাদ দিয়েছে। ক্যারিবিয়ান এ ক্রিকেট সুপারস্টারের অভিযোগের আঙ্গুল ছিল দলের প্রধান নির্বাহী জেফ মিলার ও মালিক ক্রিশ পারসাউদের দিকে। গেইলের সাফ কথা ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তাকে নিয়ে খেলা করেছে।

আর এজন্য ইউনিভার্স বস দায়ী করেন তার সাবেক সতীর্থ ও ফ্র্যাঞ্চাইজির সহকারী কোচ রামনারেশ সারওয়ানকে। সাবেক দল ও সতীর্থকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় এবার শাস্তি হতে পারে গেইলের।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ভাবমূর্তিতে কালিমা লেপন করেছেন গেইল। যেটা একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার কখনোই করতে পারেন না। এ অপরাধে তার শাস্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) প্রেসিডেন্ট রিকি স্কেরিট।

এর আগে এক ভিডিও বার্তায় গেইল অভিযোগ তুলে বলেন, ‘সারওয়ান, তুমি করোনাভাইরাসের চেয়েও খারাপ। সারওয়ান, তুমি সাপ, তুমি ধূর্ত, তুমি শয়তান, তুমি বিষের অন্য নাম! তুমি হিংসায় ভরা, তুমি অপরিণত, মানুষকে পেছন থেকে ছুরি মারতে তোমার জুড়ি নেই। তুমি ভালো মানুষ নও। তুমি ঘৃণিত।’

কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি গেইলের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় সারওয়ানকে নির্দোষ দাবী করে জানায়, ‘মালিকপক্ষ ও ম্যানেজমেন্ট টিম সম্মিলিতভাবে গেইলকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। এখানে রামনারেশ সারওয়ান জড়িত ছিলেন না। সিদ্ধান্তটা এসেছে মূলত ব্যবসায়িক ও ক্রিকেটীয় কারণে।’

গেইলের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন সারওয়ান। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুই পেজের একটি বিবৃতি দিয়েছেন গেইলের এক সময়কার এই সতীর্থ। তাতে লিখেন, ‘২০২০ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াস থেকে গেইলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বা সিদ্ধান্ত নেওয়ার কোনো ধরনের প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগ আমি সুনিশ্চিতভাবে অস্বীকার করছি।’

ইতোমধ্যে নতুন দলে যোগ দিয়েছেন গেইল। ঠিকানা গড়েছেন ক্যাপ্টেন ড্যারেন স্যামির দল সেন্ট লুসিয়া জুকসে।

লাইট নিউজ

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD