মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন

মৃত মায়ের পাশে ভাইরাল হওয়া সেই শিশুর সাহায্যে শাহরুখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডওটিতে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে আছেন মৃত মা। গায়ের চাদর টেনে ছোট্ট শিশু মাকে ডেকে তোলার চেষ্টা করছে। ভাবছে, মা হয়তো ঘুম থেকে উঠবে। কিন্তু মায়ের নিথর দেহ কোনও সাড়া দিচ্ছে না।

ভারতের বিহারের সেই ঘটনার পর মা হারা শিশুর কী হবে, এমন প্রশ্ন উঠতে থাকে। শিশুটির জন্য এবার সাহায্যের হাত বাড়ালেন অভিনেতা শাহরুখ খান।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশন শিশুটির সাহায্যে এগিয়ে এসেছেন। যদিও ছোট্ট সেই মর্মান্তিক ভিডিও ভাইরাল হতে আরও অনেকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। এমনকি, নেতা মন্ত্রীরাও সাহায্যের আশ্বাস দিয়েছেন।

শাহরুখ বলেছেন, মা-বাবা হারানোর যন্ত্রণা কী তিনি বোঝেন। তাই শিশুটির সাথে সবসময় তার সমর্থন থাকবে। বিহারের সেই শিশুর পরিচয় খুঁজে বের করতেও অনেকে এগিয়ে আসেন। জানা যায় তার নাম রহমত। অনাহারে ভুগেই মৃত্যু হয়েছে তাঁর মা আরভিনা খাতুনের। এমনকি না খেয়ে ছিল সেই শিশুও।

বিহারের মুজফফরপুরে তাদের বাড়ি। আপাতত ভাইয়ের সঙ্গে সেই শিশু এখন তার দাদা-দাদির আশ্রয়ে আছে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD