লাইট নিউজ প্রতিবেদক : রাজীবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও কমিউনিকেশন ফর ডেভেলপমেন্টের (C4D) ইউনিসেফ এর সহযোগিতায় উপজেলা পর্যায়ে করোনা ভাইরাস মোকাবেলা এবং এর বিস্তার রোধে ইউনিয়ন পরিষদ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার রাজীবপুর উপজেলা পরিষদ চত্বরে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃনবীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ও মোছাঃজায়েদা আমিন এবং ইউনিসেফের উপজেলা সমন্বয়কারী হায়দার আলী প্রমুখ।
কর্মশালায় উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ সহ করোনা সচেতন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে অংশগ্রহণকারীদের মধ্যে সাবান, হ্যান্ড স্যানিটাইজার, গ্লোভস, মাস্ক, বিলবোর্ড এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরতদের জন্য ফেস শিল্ড বিতরন করা হয়েছে।
লাইট নিউজ/রুস