মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

লালমনিরহাটে ১২০০ পরিবার পেল বিদ্যানন্দের সহায়তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

লালমনিরহাটে বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে সীমান্ত এলাকার ১২০০ পরিবারকে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা এসব পরিবারে সহায়তা পৌঁছে দেন।

সূত্র জানায়, রবিবার তিনটি স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মধ্য ঠ্যাংঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পাটগ্রাম উপজেলার মোমিনপুর কুচলিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ ও দহগ্রাম ইউনিয়নের নতুন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব খাদ্য সামগ্রী দেয়া হয়।

হাতীবান্ধায় খাদ্য সামগ্রী বিতরণ করেন ৫১ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝাড়া ক্যাম্পের কম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. জাহাঙ্গীর আলম, পাটগ্রামে কুচলিবাড়ি ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার তারাজুল ইসলাম ও দহগ্রামে পানবাড়ি ক্যাম্পের কম্পানি কমান্ডার হারুনর রশিদ। উপস্থিত ছিলেন বাউরা ডাঙ্গাটারী বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. নাসির উদ্দিন , চরখড়িবাড়ি বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার শাহ আলম, পাটগ্রাম বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার আবু জাফর প্রমূখ। ত্রাণ বিতরণের সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগের দুদিনে পাটগ্রাম উপজেলায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে অসহায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বিজিবি।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD