রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

শুভ জন্মদিন আনুশকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২০

 

শাহরুখ খানের বিপরীতে ‘রাব নে বানাদি জোড়ি’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। প্রথম ছবিই বক্স অফিসে সুপার-ডুপার হিট হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

এক এক করে ভক্তদের উপহার দিয়েছেন ‘ব্যান্ড বাজা বারাত’, ‘জাব তাক হ্যায় জান’, ‘দিল ধাড়াকনে দো’, ‘এনএইচটেন’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘সুলতান’ ও ‘পিকে’।

তিনি এমন একজন অভিনেত্রী যিনি বলিউডের তিন খানের সঙ্গেই জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন। কথা হচ্ছে- আনুশকা শর্মাকে নিয়ে। আজ (১ মে) তার ৩২তম জন্মদিন।

১৯৮৮ সালে উত্তর প্রদেশের জন্মগ্রহণ করেন আনুশকা শর্মা। তবে তিনি বেড়ে উঠেছেন বেঙ্গালুরুতে। তার বাবা ছিলেন একজন আর্মি। যার ফলে আর্মি স্কুল থেকেই শুরু হয় তার পড়াশোনা। এরপর মাউন্ট কারমেল কলেজ থেকে ডিগ্রি অর্জন করেন তিনি।

মডেলিং অথবা সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলেন আনুশকা শর্মা। কিন্তু হয়ে গেছেন অভিনেত্রী।

তিনি শুধু অভিনেত্রী নন, একজন ভালো প্রযোজকও। নাশ নামে তার একটি পোশাক ব্র্যান্ড রয়েছে।

নিরামিষভোজী আনুশকা শর্মা ২০১৫ সালে পেটা থেকে ‘হটেস্ট ভেজেটেরিয়ান অ্যাওয়ার্ড’ পেয়েছেন।

ব্যক্তিজীবনে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু কোন এক করণে সেটি ভেঙে যায়। এরপর ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে দীর্ঘদিন প্রেম করে বিয়ে করেন তারা।

লাইট নিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD