সিঙ্গাপুরে আজও নতুন করে ১১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ৪২৭৩৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। ২৫ জুন (দুপুর ১২টা পর্যন্ত) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, আজকে আক্রান্তদের মধ্যে একজন সিঙ্গাপুরিয়ান ও চারজন ওয়ার্কপাশ হোল্ডার- যারা ডরমিটরির বাইরে বাস করেন। বাকি সবাই ওয়ার্কপাশ হোল্ডার যারা ডরমেটরিতে বাস করেন। করোনায় আক্রান্ত হয়ে ২৪ জুন ৩০৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত মোট ৩৬২৯৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ জনের মৃত্যু হয়েছে। এখনও ১৮৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের অবস্থা ক্রিটিকাল তাকে আইসিইউতে রাখা হয়েছে। সর্বশেষ তথ্যমতে, ৬১০৯ জনের শারীরিক অবস্থা ভালো। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। আরও ১১ জনের মৃত্যু হয়েছে যাদের করোনাভাইরাস পজিটিভ ছিল কিন্তু তাদের মৃত্যু অন্য কারণে হয়েছিল বলে দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া ১৯২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৬২১৯ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
লাইট নিউজ