হাসিখুশি প্রাণবন্ত এক যুবক। তার হাসিতে যৌবনের আভিজাত্য ছিলো। মুগ্ধ করে ফেলতেন নিমিষেই। অল্প দিনের ক্যারিয়ারে কোটি তরুণীর স্বপ্ন পুরুষে পরিণত হয়েছিলেন।
সেই সুশান্ত সিং রাজপুত কি না জীবনের কাছে হেরে গেলেন। কোনো এক অজানা চাপা ব্যথা কিংবা অভিমানে বেছে নিলেন আত্মহননের পথ। তার অকাল প্রয়াণে শোক নেমেছে বলিউডের চার দেয়ালে। কাঁদছেন যেমন তার ভক্তরা তেমনি অনেক সহকর্মীরাও।
বলিউডের নন্দিত পরিচালক ও অভিনেতা ফারহান আখতারও সেই তালিকার একজন। ছোট ভাই সমতুল্য সুশান্তকে হারিয়ে যিনি কাঁদছেন। হয়ে উঠেছেন অভিমানীও।
একের পর এক ভেসে আসছে পুরনো স্মৃতি, সুশান্তের না পূরণ হওয়া সব শখ, সোশ্যাল মিডিয়া ভরে উঠছে সকলের স্মৃতিচারণায়। ভাইয়ের মত সুশান্তকে দেখতেন অভিনেতা ফারহান আখতার। টুইটে স্মরণ করলেন সেই ছোট ভাইকে। পাঠালেন কান্নাভেজা কবিতা।
তিনি লিখেছেন, ‘ঘুমাও আমার ভাই…ঘুমাও
শকুনদের জমায়েত হতে দাও
কুমিরদের কাঁদতে দাও
সার্কাস হতে দাও
জাগল, কনটর্ট, বো আর লিপ
উগ্রতা উচ্চতায় পৌঁছে যাক
মানুষের হৃদয়ের অন্ধকারকে আর ঘন হতে দাও
ঘুমাও আমার ভাই…
তুমি ঘুমাও।’
সুশান্ত আত্মঘাতী হওয়ায় সবাই বিস্ময় নিয়ে ভাবছেন এভাবেও চলে যাওয়া যায়? তার মৃত্যুর দু’দিন পরেও এই অপূরণীয় ক্ষতি মানতে পারছে না বলিউড। গোটা দেশকে ভাবিয়ে তুলেছে, মৃত্যুর কারণ, অবসাদ, মানসিক স্বাস্থ্য, কদর্য বলিউড, নেপোটিজম। সব কিছু নিয়েই প্রশ্ন উঠছে মানুষের মনে।