শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০
Honduran's President Juan Orlando Hernandez and his wife Ana Garcia arrives a ceremony inauguration of Guatemalan new President Alejandro Giammattei at the National Theater, in Guatemala City, on January 14, 2020. - The doctor right-wing Alejandro Giamattei assumes as president of Guatemala in replacement of the unpopular Jimmy Morales, with the promise of attacking corruption and contain the high levels of poverty. (Photo by Johan ORDONEZ / AFP)

 

হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজের করোনাভাইরাস ধরা পড়েছে। তার স্ত্রী ও দুই সন্তানও করোনায় আক্রান্ত বলে জানা গেছে।

গণমাধ্যমে তিনি নিজেই করোনার কথা প্রকাশ করে বলেন, দেশের প্রেসিডেন্ট এবং দায়িত্বশীল একজন নাগরিক হিসেবে আপনাদের আমি জানাতে চাই, সাপ্তাহিক ছুটির সময়ে আমি অস্বস্তি বোধ করতে থাকি। এরপর মঙ্গলবার পরীক্ষা করে আমার কোভিড-১৯ ধরা পড়েছে।

তিনি জানান, চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি সহযোগীদের মাধ্যমে কাজ অব্যাহতভাবে চালিয়ে নেবেন বলে জানিয়েছেন।
হন্ডুরাসে ৯ হাজার ৬ শত রোগী পাওয়া গেছে। মারা গেছেন ৩৩০ জনের মতো।

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD