কূপ খনন করতে গিয়ে মাটির নিচে ২০ লাখ বছর আগের একটি বিরল প্রজাতির উভয়চর ব্যাঙের ফসিলের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি আর্জেন্টিনার রাজধানী বুয়েন্সআয়ার্স থেকে ১৮০ কিলোমিটার উত্তরের সান পেড্রো এলাকায় মাটির ১৪৪ ফুট গভীরে ফসিলটির সন্ধান পাওয়া যায়।
গতকাল সোমবার এসব তথ্য জানান বুয়েন্স আয়ার্সে অবস্থিত ন্যাশনাল ইউনিভার্সিটি অব লা মাতাঞ্জার ফসিলবিদরা।
আর্জেন্টিনার ন্যাচারাল সায়েন্স মিউজিয়ামের গবেষক ফ্রেডেরিকো অ্যাগনোলিন বলেন, কূপ খনন করতে গিয়ে মাটির নিচে ব্যাঙটির ফসিল পাওয়া যায়। ব্যাঙের এই প্রজাতিটি ২০ লাখ বছর আগে পৃথিবীর বুকে বিচরণ করতো।
তিনি আরো বলেন, বিজ্ঞানীরা এখনো প্রাগৈতিহাসিক ব্যাঙ ও ব্যাঙজাতীয় প্রাণীদের সম্পর্কে খুব একটা জানেন না। এসব প্রাণীদের ওপর তৎকালীন আবহাওয়া ও জলবায়ুগত পরিবর্তন সরাসরি প্রভাব ফেলতো। তাই তখনকার আবহাওয়ার প্রকৃতি সম্পর্কে জানতে হলে আগে এ ধরনের প্রাণীদের সম্পর্কে জানা খুবই প্রয়োজন।
অ্যাঙ্গোলিন আরো বলেন, ফসিল উদ্ধার করা ব্যাঙটি অতি ক্ষুদ্রাকৃতির হিউমেরাস (বাহুর হাড়) বিশিষ্ট ছিল। যা সাধারণ গেছো বা খড়গযুক্ত ব্যাঙের তুলনায় পুরোপুরি ভিন্ন। এছাড়া অ্যাম্ফিবিয়া পর্বের লেজবিহীন এই উভয়চর প্রাণীটির হিউমেরাসে বিশেষ এলবো জয়েন্ট তৈরি করেছিল। যার কারণে এই প্রাণীটি ছিল অত্যন্ত দ্রুতগতির।
তিনি আরে বলেন, ফসিলটি প্রাণীজগতের অ্যাম্ফিবিয়া পর্বের ‘আনুরাস’ গোত্রের প্রাণীদের বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। যার কারণে ক্ষুদ্রাকৃতির হওয়ার সত্ত্বেও ফসলটি শনাক্ত করা সম্ভব হয়েছে।