রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার দুই কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
তারা হলেন-রুবেল হোসেন ও তারেক।
মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তাদের দুইজনকে আদালতে হাজির করা হয়। মাদক আইনে করা মামলার তদন্ত শেষে না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে সোমবার তাদের ৩০০ গ্রাম হেরোইনসহ আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদক আইনে মামলা করা হয়।
লাইট নিউজ