শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

শীতে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৬৭ হাজার, মৃত্যু ৯৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

সারা দেশে ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত শীতে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৫৫১ জনে। একই সঙ্গে শীতজনিত রোগে এই সময়ে সারা দেশে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৭৩০ জন আক্রান্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৬৭ হাজার ৫৫১ জন। একই সময়ে এ রোগে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।

আর গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৮৬০ জন। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৬৭ হাজার ৮০৫ জন। একই সময়ে এ রোগে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, রাজধানী ঢাকাসহ সারা দেশেই শীতের মাত্রা অনেকাংশেই কমতে শুরু করেছে। সকাল থেকেই মিলছে সূর্যের দেখা। শীত কমতে থাকায় হাসপাতালগুলোতেও কমতে শুরু করেছে শীতজনিত রোগ।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে শীতকালীন স্বাভাবিক তাপমাত্রায় সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, হাঁপানি, টনসিলাইটিস, ব্রঙ্কিওলাইটিস, সাইনোসাইটিসসহ দেখা দেয় বিভিন্ন ধরনের রোগ। এসব রোগ থেকে সুরক্ষায় শীত এড়িয়ে চলতে হয়। প্রয়োজনে নিতে হয় চিকিৎসকের পরামর্শ।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD