লাইট নিউজ প্রতিবেদক : ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নগরীর কোন পর্যটন কেন্দ্রে সমাগম না করতে নগরবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে নগরীর পতেঙ্গা সি বিচ, পারকি বিচ, ফয়েস লেকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের সমাগম নিষিদ্ধ ঘোষণা করা হলো।
করোনা প্রতিরোধে গত ১৮ মার্চ সিএমপি থেকে পতেঙ্গা সি বিচে মানুষের সমাগমে নিষেধাজ্ঞা জারি এখনও বহাল আছে বলে ফের উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
লাইট নিউজ